বিমানমন্ত্রীর সঙ্গে পিটার হাসের সাক্ষাৎ, বোয়িং নিয়ে আলোচনা

Passenger Voice    |    ০৩:০৬ পিএম, ২০২৪-০২-০৬


বিমানমন্ত্রীর সঙ্গে পিটার হাসের সাক্ষাৎ, বোয়িং নিয়ে আলোচনা

বিমান বাংলাদেশের সঙ্গে বোয়িংয়ের ধারাবাহিক অংশীদারত্ব চালিয়ে যাওয়ার বিষয়ে বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী ফারুক খানের সঙ্গে আলোচনা করেছেন ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে বিমানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন পিটার হাস। এ সময় উভয়পক্ষের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

বৈঠকে শেষে মার্কিন রাষ্ট্রদূত সাংবাদিকদের বলেন, বাংলাদেশের পর্যটন উন্নয়নের পরিকল্পনার পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে বেসামরিক বিমান চলাচলের অংশীদারিত্বের কথা বলেছি। বিশেষত আমরা যুক্তরাষ্ট্রে বিরতিহীনভাবে উড়ান সক্ষম হওয়ার মান পূরণের জন্য বাংলাদেশে চলমান প্রচেষ্টার নিয়ে কথা বলেছি, আমরা সে বিষয়ে কিছু সহায়তা প্রদান করছি।

তিনি আরো বলেন, আমরা বিমানের সঙ্গে বোয়িং-এর ধারাবাহিক অংশীদারত্ব নিয়ে কথা বলেছি। বোয়িং ও এয়ারবাসের ন্যায্য প্রতিযোগিতার মাধ্যমে বাংলাদেশের করদাতাদের জন্য সম্ভাব্য সর্বোত্তম চুক্তির অনুমতি দেওয়া হোক, বিমানকে এমন অনুরোধ জানিয়েছি।

সাক্ষাতের পর বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী ফারুক খান বলেন, তারা অবশ্যই চায় বাংলাদেশ বিমানে বোয়িং যুক্ত হোক। আমরা বলেছি বিষয়টি আমরা দেখছি। যেটা ভালো হবে আমরা সেটাই সিদ্ধান্ত নেব। পর্যটন বিমান খাতে আগামী দিনগুলো যুক্তরাষ্ট্র সহযোগিতা করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

নতুন কোনো বোয়িং কেনার বিষয়ে আলোচনা হয়েছে কিনা এমন প্রশ্নে মন্ত্রী বলেন, আমরা বলেছি যে নতুন এয়ারক্রাফট কিনব। যার কাছ থেকে আমরা ভালো ডিল পাব, যেখানে সুবিধা বেশি পাব সেখান থেকেই কিনব। আমরা কারো সাথে কমিটেড না। বোয়িংও অফার করেছে আমরা সেটা ইভালিউশন করছি।


প্যা/ভ/ম